★*★তুমি পাশে থাকলেই★*★

লিখেছেন লিখেছেন মামুন ২৩ মে, ২০১৬, ০১:২১:৩৯ দুপুর

আমি যখন তোমার থেকে দূরে থাকি

নিজেকে নিয়ে ব্যস্ত থাকায়

নিজেকেই নিজে আঁকি

ইদানিং কল্পনা-প্রবন মন বেজায় দুষ্টু

তোমার বেলায় অনুভবহীন কেন বলতো?

রুষ্ট কি কোনো কারণে তাই দিচ্ছে ফাঁকি!

.

এভাবেই দিনগুলি বুড়িয়ে যায়

রাতগুলিও থুথথুরে

এরই মাঝে ক্ষীণ জোনাক জ্বলা রাত তুমি!

দিন-রাত আসলেই এখন আর

অর্থ রাখে না কোনো

সময়ের প্রভেদ ভুলে যাই সপ্তাহের ঐ দিনটিতে আমি!

তুমি পাশে থাকলেই এমনটা হয়।

.

আমি যখন সবার সাথে

নিরন্তর ভালোলাগা মন্দলাগাদের

নিয়ে লাগালাগি করে করে ক্লান্ত

কখনো বড্ড হতাশ ও হই,

তুমি তখন কিভাবে যেন

তোমার বাসা থেকে প্রচুর ট্রাফিক ঠেলে

ষাটটি সিঁড়ি ভেংগে

আমার জীর্ণ চৌকিতে আলো হয়ে বসে থাকো!

.

তুমি কতটা কাছে আছ

কিংবা আমার কতটা পাশে থাকা তুমি চাও

সে চায়, তিনি চান, ওরাও..

আমি-তুমি-সে দের কাছে দূরে থাকা

ইদানিং তেমন অনুভবে আসে না।

.

তুমি পাশে থাকলেই কবিতা শিশুর জন্ম হয়

অণুগল্পরা কৃষ্ণচূড়ার লালে নিজেকে সাজায়

সেখানে সবুজের চেয়ে লাল বেশী

জীবনবোধের পাতায় পাতায়

রং ঢংয়ের চেয়ে বোধ বেশী।

তুমি পাশে থাকা মানেই

ভালোলাগাদের পুড়ে পুড়ে প্রেম হওয়া

তোমার একটুকু ছুঁয়ে দেয়া যেন

উপন্যাসের পরতে পরতে

উল্লাসের শিহরণে চরিত্রগুলির অবাক আন্দোলন!

.

তুমি পাশে থাকা আমার বর্ণান্ধতার মুক্তি

রংয়ের আলোকচ্ছটায় থেকে থেকে বর্ণীল হওয়া

তোমাকে পাশে নিয়ে মাত্র একটি সুর্যাস্ত

কারো হাজার বছর ভালোবাসার দায় শোধাতে সক্ষম!

.

তুমি আমার দায় নও

তাই তোমাকে নিয়ে আরো হাজার

সুর্যাস্ত দেখতে চাই

অস্তরাগে ভানু বিসর্জনের রক্তিমতায়

আমিও ক্রমশ লাল হতে চাই

অধিক থেকে অধিকতর.. যা দেখে

এক সময় লালেরা আকাশের নীল থেকে

কষ্ট খুঁজে নিয়ে লজ্জায় মুখ লুকোবে।

.

জীবন কতগুলি?

সবগুলি জীবন দরকার নাই আমার

আগামি একটি জীবন তুমি পাশে থেকো আর

মাত্র একটি জীবন ... শুধু কাছে থাকলেই চলবে।।

বিষয়: সাহিত্য

১২৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369880
২৩ মে ২০১৬ বিকাল ০৪:৪৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এই তুমিটা কে?? Thinking
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
306954
মামুন লিখেছেন : বড্ড কঠীন প্রশ্ন।
আজো জানা হলো না। :(
369981
২৪ মে ২০১৬ দুপুর ০২:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হ্যালো ভ্রাদার, দুনিয়ার যত ভালো কাজ আছে সবই করেন, আপনার জন্য দোয়াও করমু, কিন্তু প্রেমের নামে মাইয়্যাদের পিছে পিছে ঘুরবেন, মাইয়্যা নিয়ে কবিতা লিখবেন তাইলে কিন্তু খবর আছে... ভালোবাসতে হলে মা-বাবা কে ভালো বাসেন।
২৫ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
307152
মামুন লিখেছেন : জি ধন্যবাদ।
আপনার খবরের অপেক্ষায় রইলাম।
মা বাবার ভালোবাসা সেটা অন্তরে বিরাজমান।
আপনার অন্তর পরিশুদ্ধ করার চেষ্টা করুন। তাতে আমার মত কালো অন্তরধারীদের কাজে আসবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File